NID একাউন্ট রেজিস্টার – NID Registration

ভোটার আইডি কার্ড সম্পর্কিত যাবতীয় সেবা পেতে অবশ্যই আপনার Nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকতে হবে। ভোটার আইডি কার্ড ডাউনলোড এবং ভোটার আইডি কার্ড সংশোধন সম্পর্কিত যাবতীয় কাজগুলো বাংলাদেশ নির্বাচন কমিশন (Nidw) ওয়েবসাইট থেকে সম্পন্ন করা হয়। তাই অবশ্যই আপনাকে ( NID Card Registration) একাউন্ট রেজিষ্ট্রেশন করে নিতে হবে।

এছাড়াও ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড, এনআইডি কার্ড হারিয়ে গেলে রি-ইসুর জন্য আবেদন, এবং এনআইডি কার্ড যাবতীয় তথ্য ও সেবা পাওয়ার জন্য এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকতে হবে।

Nidw ওয়েবসাইটে লগইন করতে একটু ঝামেলা মনে হলেও এই লেখাটি দেখার পরে আপনি মাত্র ২ মিনিটে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তবে Nidw একাউন্ট রেজিস্টার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ করে রাখতে হবে। যেগুলো অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য প্রয়োজন হবে।

Nidw ওয়েবসাইটে ফেইস ভেরিফিকেশন করার জন্য একটি এন্ড্রয়েড স্মার্টফোন এবং বাকি সকল কাজ করার জন্য আরেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা কম্পিউটার প্রয়োজন হবে।
এই ডিভাইস গুলোতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
এরপরে একটি সচল মোবাইল নাম্বার অথবা ভোটার নিবন্ধনের সময় যেই নাম্বারটি প্রদান করেছিলেন সেটি সঙ্গে রাখুন।
জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার। উক্ত জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্মতারিখ জানা থাকতে হবে।
ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা জানা থাকতে হবে।
NID একাউন্ট রেজিষ্ট্রেশন পদ্ধতি
NID একাউন্ট রেজিষ্ট্রেশন করার জন্য সর্বপ্রথম services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে,, জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দিয়ে রেজিস্টার করুন। এরপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশন ও ফেইস ভেরিফিকেশন করে লগইন সম্পন্ন করুন।

Nidw ওয়েব সাইটে একাউন্ট রেজিস্টার করা খুবই সহজ, মাত্র ২ মিনিটে আপনি এই কাজটির সম্পন্ন করতে পারবেন যদি এই লেখাটিতে দেখানো পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করেন। আপনাদের সুবিধার্থে Nidw একাউন্ট রেজিস্টার পদ্ধতি ধাপ অনুসারে দেখানো হলো।

ধাপ ১ঃ Nidw ওয়েবসাইটে এন্ট্রি
জাতীয় পরিচয় পত্র অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করে Nidw একাউন্ট পেইজে প্রবেশ করুন। এরপরে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন।

ধাপ ২ঃ একাউন্ট রেজিস্টার
রেজিস্টার করুন বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত একটি পেজে নিয়ে আসা হবে, এখান থেকে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফরম নাম্বার বসিয়ে দিন। যদি জাতীয় পরিচয় পত্র এখনো হাতে না পান তাহলে ভোটার নিবন্ধনের সময় ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার পরে দেওয়া স্লিপ নাম্বারটি বসিয়ে দিবেন।

এন আই ডি রেজিষ্ট্রেশন
ভোটার নাম্বারও প্রদান করার পরে উক্ত ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ (দিন, মাস, বছর) ফরমেটে বসিয়ে দিন। তারপর ছবিতে প্রদর্শিত কোডটি নিজের ফাকা বক্সে প্রবেশ করিয়ে “সাবমিট” বাটনে ক্লিক করুন। যদি “আপনাকে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন” জাতীয় একটি সমস্যা দেখায় তাহলে এটি সমাধান দেখুন এই লিংকে

ধাপ ৩ঃ বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান
সাবমিট বাটনে ক্লিক করার পরে আইডি কার্ড অনুযায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। যদি ভোটার আইডি কার্ড হাতে না পান তাহলে ভোটার নিবন্ধনের সময় দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করুন।

ঠিকানা প্রদান
বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র বিভাগ, জেলা ও উপজেলা প্রদান করতে হবে। তবে মনে রাখবেন এখানে যদি ৩বার এর বেশি ভুল তথ্য প্রদান করেন তাহলে আপনার এনআইডি অ্যাকাউন্টটি লক করে দেয়া হবে।

তাই ঠিকানা প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সঠিকভাবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ মোবাইল নাম্বার ভেরিফিকেশন
বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত নতুন একটি পেজে নিয়ে আসা হবে, এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। বেশি সম্ভবত নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বারটি অটোমেটিক বসানো থাকবে।

মোবাইল ভেরিফিকেশন
যদি কোন মোবাইল নাম্বার বসানো না থাকে তাহলে নতুন একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে OTP ভেরিফিকেশনের জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে Nid service থেকে এসএমএস এর মাধ্যমে ৬ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে।

উক্ত ৬ ডিজিটের কোডটি “যাচাই করন পিন ভেরিফিকেশ” ফাকা বক্সে বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ Nid Wallet অ্যাপস ডাউনলোড
মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পরে নিচের ছবির মত একটি পেজে নিয়ে আসা হবে, এখানে একটি QR কোড দেখাবে।

nid face verification
এখান থেকে মূলত আবেদনকারীর ফেইস ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন এর জন্য গুগল প্লে-স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে Nid Wallet অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অথবা অ্যাপসটি ডাউনলোড করতে “Nid Wallet” এখানে ক্লিক করুন।

nid wallet download
যেহেতু Nid Wallet অ্যাপস এর মাধ্যমে ফেইস ভেরিফিকেশন করা হবে সেহেতু এই অ্যাপসটি ক্লিয়ার ক্যামেরাযুক্ত একটি এন্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করুন। এরপরে অ্যাপসটি ডাউনলোড হলে প্রথম ডিভাইসে দেখানো QR কোডটি স্ক্যান করুন।

ধাপ ৬ঃ Face Verification করুন
এরপরে ফেইস ভেরিফিকেশন শুরু করার জন্য Start Face Scan বাটনে ক্লিক করুন। পরবর্তীতে প্রথমে সোজাসুজি হয়ে ক্যামেরার দিকে রেখে ছবি তুলুন, এরপরে একবার ডানে ও একবার বামে মুখমন্ডল ঘুরাবেন। সঠিকভাবে মুখমন্ডল স্ক্যান হলে ছবি উপর টিক মার্ক দেখাবে।

ফেস ভেরিফাই
photo from nid wallet
ফেইস ভেরিফিকেশন করার ক্ষেত্রে Nid Wallet অ্যাপসে দেখানো ভিডিও ডিরেকশন ফলো করুন। যথাযথভাবে Nid Wallet অ্যাপসের মাধ্যমে Face Verification সম্পন্ন করুন।

ধাপ ৭ঃ পাসওয়ার্ড সেট করুন
ভবিষ্যতে Nidw একাউন্টে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইটের যাবতীয় সেবা গ্রহণ করার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। অন্যথায় পুনরায় একাউন্টে প্রবেশ করতে হলে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, Face Verification সম্পর্কিত ঝামেলা পোহাতে হবে।

পাসওয়ার্ড সেট
পাসওয়ার্ড সেট করার জন্য “সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করুন। এরপরে লেটার ও নাম্বার মিলিয়ে কমপক্ষে ৮ ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করুন। পরবর্তীতে লগইনের জন্য অবশ্যই এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখুন।

অভিনন্দন, সফলভাবে আপনার Nidw একাউন্ট রেজিস্টার সম্পন্ন হয়েছে। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট থেকে যাবতীয় সেবা আপনি নিজে উপভোগ করতে পারবেন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।